BD Job: Post New Job Date of 2021-10-30 09:34:00 — বাংলাদেশ নৌবাহিনীতে ‘কমিশন্ড অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার ২০২২-বি ডিইও ব্যাচ ‘অ্যাক্টিং ইন্সট্রাকটর সাব লেফটেন্যান্ট এবং এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহীরা আগামী ০৭ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১.ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।
নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে নিয়োগ করা হবে।
বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর।
২.সাপ্লাই শাখা: পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি/ বিষয়ে সম্মান অথবা বিবিএ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।
নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে নিয়োগ করা হবে।
বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর।
২. শিক্ষা শাখা : পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: মনোবিজ্ঞান/গণিত/ইংরেজি/রসায়ন/পদার্থ/বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতকে (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।
নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে ‘এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট’ পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ধি/স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।
বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর।
শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে ১৬২.৫ সেমি. বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেমি. বা ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৮১ সেমি. বা ৩২ ইঞ্চি। মহিলাদের উচ্চতা হতে হবে ১৫৭.৪৮ সেমি. বা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৭১ সেমি. বা ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৭৬ সেমি. বা ৩০ ইঞ্চি।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে জমা দিতে হবে। আবেদন শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৭০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য call-up-latter, Form Commission-1A ও Personal Information Form ডাইনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের কপি সঙ্গে আনতে হবে।
নির্বাচন-প্রক্রিয়া ও প্রশিক্ষণ
আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করে তাঁদের বুদ্ধিমত্তা এবং ইংরেজি দক্ষতা ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার বিএন কলেজ ঢাকায় আগামী ১৫ থেকে ১৮ নভেম্বর ২০২১ তারিখে উল্লিখিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সুযোগ-সুবিধা ও পদোন্নতি
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীতে বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এর বাইরে মেধাবী অফিসারদের দেশ-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চশিক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স (এমআইএসটি) এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজগুলোতে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ
পার্সোন্যাল সার্ভিসেস পরিদপ্তর
নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩
ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫
হেল্পলাইন: ০১৭৬৯-৭০২২১৫
ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Note: BD Job site Provides you to find bd jobs, government jobs circular 2021, bank jobs circular, private jobs circular, company job circular, bd govt job, bd govt jobs circular, all job circular in Bangladesh, bd jobs today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news, chakrir khobor 2021, bd govt chakrir khobor, chakrir niyog biggopti 2021, all job circular 2021